নিজস্ব প্রতিবেদক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে নিহত জীবননগরের যুবক শহিদুল ইসলাম-এর মরদেহ পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো দেশে ফেরত আসেনি। অনিশ্চয়তার এই প্রতিক্ষায় শোকে পাথর হয়ে আছে তার পরিবার। স্ত্রী নাসরিন-এর চোখের পানি যেন শুকিয়েও শুকায় না। বৃদ্ধ বাবা-মা দিশেহারা হয়ে তাকিয়ে আছেন সীমান্তের দিকে একটাই প্রশ্ন, কবে ফিরবে তাদের সন্তানের নিথর দেহ? পরিবারের সদস্যরা জানান, প্রতিটি মুহূর্ত এখন তাদের কাছে বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে। কোনো বিচার এখন তারা চাইছেন না, কোনো প্রতিশোধের ভাষাও নেই তাদের একটাই আবেদন, শুধু আমাদের শহিদুলের লাশটা ফেরত দিন, শেষবারের মতো তাকে দেখতে দিন। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। তবে এখনো পর্যন্ত বিএসএফ মরদেহ হস্তান্তরের কোনো নির্দিষ্ট সময় নিশ্চিত করেনি। এদিকে শহিদুলের বাড়িতে চলছে অবিরাম কান্নার রোল। প্রতিবেশীদের চোখেও জল, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সীমান্তের এই নির্মমতা আবারও প্রশ্ন তুলে দিয়েছে একটি প্রাণের মূল্য কি এতটাই তুচ্ছ? শীঘ্রই শহিদুলের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয়রা।