নিজস্ব প্রতিবেদক : টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন বর্তমানে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। পবিত্র মক্কা শরীফে তিনি বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন। এসময় তিনি ৫ ডিসেম্বর, শুক্রবার, জুম্মার নামাজের দিনে টঙ্গীতে সকল মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানান। সরকার জাবেদ আহমেদ সুমন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা আজ জাতির প্রার্থনা। গণতন্ত্র ও দেশরক্ষায় খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতে তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের লড়াইয়ে তাঁর নেতৃত্ব বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে অপরিহার্য। তিনি জাতীয়তাবাদী পরিবারের নেতা-কর্মী, সমর্থকসহ দেশের সাধারণ মানুষের প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, এই কঠিন সময়ে আমরা সবাই মিলেমিশে তাঁর সুস্থতার জন্য দোয়া করি। দেশনেত্রীর সুস্থতা মানে গণতন্ত্রের শক্তি ফিরে আসা। সরকার জাবেদ আহমেদ সুমনের এই মানবিক আহ্বানে টঙ্গী এলাকায় ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিভিন্ন মসজিদ-মাদরাসায় দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে বিএনপি নেতা-কর্মীরা মাঠে থেকে আয়োজন নিশ্চিত করছেন সাধারণ মানুষের বড় অংশ দোয়া মাহফিলে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে, যেখানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হবে । রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই দোয়ার আহ্বান শুধুমাত্র রাজনৈতিক নয় বরং মানবিক আবেদনে পরিপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করেছে, তাই তাঁর সুস্থতা জাতীয় প্রত্যাশায় পরিণত হয়েছে। সারা দেশের লাখো মানুষ আগামী শুক্রবার জুম্মার দিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য একসঙ্গে দোয়া করবেন বলে আশা করছে বিএনপির স্থানীয় নেতৃত্ব। শেষে সরকার জাবেদ আহমেদ সুমন সবাইকে অনুরোধ করেন আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলবো দেশনেত্রী যেন সুস্থ হয়ে আবারও দেশ ও গণতন্ত্র রক্ষায় সুন্দর নেতৃত্ব দিতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫