নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ৩টায় টঙ্গীর হিমারদীঘি মেঘনা মিল সংলগ্ন (ব্যাংকের মাঠে) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব হাসান উদ্দিন সরকার টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, রাশেদুল ইসলাম কিরণ ৪৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লিয়াকত হোসেন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ ও সুধিজন। পুবাইল বনাম জয়দেবপুর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পুবাইল একাদশ বনাম জয়দেবপুর একাদশ। ৯০ মিনিটের উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত পুবাইল ৫–০ গোলের ব্যবধানে জয়দেবপুরকে পরাজিত করে। দর্শকদের ব্যাপক উপস্থিতি, খেলোয়াড়দের দক্ষতা এবং আয়োজকদের সুন্দর ব্যবস্থাপনায় মাঠের চারপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উদ্বোধনী বক্তৃতায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্ট গাজীপুরের ফুটবলকে আরও এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি। গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার খেলাধুলার প্রসার, যুবদের ইতিবাচক সম্পৃক্ততা ও সুস্থ বিনোদনের গুরুত্ব তুলে ধরেন।