নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় ৪৩ ওয়ার্ড কতৃক আয়োজিত এই দোয়া মাহফিলে ওয়ার্ডের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদার। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫