নিজস্ব প্রতিবেদক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকার ফ্লাইওভারের সিঁড়িতে ঘটে মর্মান্তিক এ ঘটনা। নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি পরিবারসহ টঙ্গীর মধুমিতা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের মুখে পড়েন তিনি। ছিনতাইকারীরা ছুরি দিয়ে আঘাত করে তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আশপাশের কেউ এগিয়ে না এলে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ভাষ্য, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ছিনতাইকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫