নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ২৫ সদস্যবিশিষ্ট একটি আংশিক রেগুলার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১ লা ডিসেম্বর এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি মোঃ তাজুল ইসলাম বেপারী এবং সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দীন তাজু। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহেল সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ খোকন মিয়া।
পূর্ণাঙ্গ কমিটি তালিকা : সভাপতি মোঃ সোহেল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, সহ-সভাপতি মোঃ অহিদ মিয়া, মোঃ আবুল কাশেম, মোঃ শহিদ মন্ডল, মোঃ বাচ্চু মিয়া, মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক, মোঃ খোকন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ, মোঃ শামিম মিয়া, মোঃ সুরুজ মিয়া, মোঃ খলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক, মোঃ মাসুদ মিয়া সহ-দপ্তর সম্পাদক, মোঃ ছোট আরিফ। নেতৃবৃন্দ এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বৃদ্ধি, কর্মী সমাবেশ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং গণমানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।