নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ আমিনুল পারভেজসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিটি কর্পোরেশন থেকে তথ্য প্রাপ্তিতে প্রতিবন্ধকতা, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং নগরবাসীর ভোগান্তির নানা বিষয় তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, ময়লা ব্যবস্থাপনার উন্নয়নে কড্ডা এলাকায় অচিরেই ১০০ বিঘা জমি অধিগ্রহণ করা হবে। এছাড়া আগামী বছর থেকে নগরবাসীর জন্য ডেঙ্গু টিকাদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ গাজীপুর শহরে আসছে। ফলে এটি একটি শ্রমঘন এলাকা হিসেবে পরিচিত হওয়ায় এখানে সমস্যার মাত্রাও তুলনামূলক বেশি। তবে অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিক সমস্যার বিষয়ে অধিক সংবেদনশীল বলেও তিনি উল্লেখ করেন। সভায় তিনি স্পষ্ট করে বলেন, দীর্ঘদিন জনপ্রতিনিধি (মেয়র ও কাউন্সিলর) দায়িত্বে না থাকায় অনেক উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে নাগরিক সেবা উন্নয়ন এবং শহরের সার্বিক আধুনিকায়নের লক্ষ্যে সিটি কর্পোরেশন ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মতবিনিময় সভায় সাংবাদিকরা নগর উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫