নিজস্ব প্রতিবেদক : খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন চুয়াডাঙ্গা পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন ও হিসাব শাখার ষান্মাসিক পরিদর্শন সম্পন্ন করেছেন। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকায় তিনি প্রথমে নির্বাচনী বিশেষ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গা পুলিশ অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং হিসাব শাখার ষান্মাসিক কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শনকালে চুয়াডাঙ্গা পুলিশ অফিস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি পুলিশ অফিসে কর্মরত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় অতিরিক্ত ডিআইজি সকলকে নিয়মিত, মনোযোগী ও পেশাদারিত্বের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা প্রদানের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫