নিজস্ব প্রতিবেদক : টঙ্গীতে প্রতিনিয়ত ছিনতাই, খুন ও চাঁদাবাজির ঘটনায় সাধারণ মানুষের জীবনে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মঙ্গলবার টঙ্গী পূর্ব থানার মেইন গেটের সামনে একটি বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে টঙ্গীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা খুন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ টঙ্গী চাই। প্রতিদিনের সহিংসতা ও অপরাধ সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই কর্মসূচির আয়োজক ছিল টঙ্গীর সর্বস্তরের জনগণ, যারা এলাকার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ কণ্ঠে প্রতিবাদ জানায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫