নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপ-কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার রিফাত আরা। সভাটি সঞ্চালনা করেন এনডিসি আলাউদ্দিন আল আজাদ। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, জেলা পুলিশের আরআই মো. খসরুল আলম, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার্স (অপারেশন) ইন্সপেক্টর হোসেন আলী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডলসহ কুচকাওয়াজ পরিচালনা উপ-কমিটির সদস্য ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, হাফিজুর রহমান, ফজলুল হক মালিক এবং অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে (২:৩০) চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অংশগ্রহণকারী সংগঠনের দলসমূহ নিয়ে মহড়া অনুষ্ঠিত হবে। উক্ত মহড়ায় অংশগ্রহণ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রধান অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবে না। এ সময় সভায় মহান বিজয় দিবস উদযাপন সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫