নিজস্ব প্রতিবেদক : দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে (১০ ডিসেম্বর ২০২৫) মোট ৩টি অভিযোগের প্রেক্ষিতে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। টাঙ্গাইল জেলায় পৌর কর্তৃপক্ষ ও বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির অনুমোদন ব্যতীত ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল একটি অভিযান পরিচালনা করে। অভিযানে গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নির্মাণাধীন ভবনসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনায় ভবন নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিশদ পর্যালোচনার পর টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদানে হয়রানি, খাবার সরবরাহে অনিয়ম ও অপরিচ্ছন্নতার অভিযোগে দুদক গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় একটি অভিযান পরিচালনা করে।টিম ছদ্মবেশে বহিঃবিভাগ, জরুরি বিভাগ, সার্জারি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে দেখে ওয়ার্ড ও ওয়াশরুম অপরিচ্ছন্ন, ডায়েট চার্ট অনুযায়ী খাবারের ওজন গরমিল, ওষুধের স্টক রেজিস্টারে অসামঞ্জস্য,সাব–ঠিকাদারের মাধ্যমে খাবার সরবরাহ,অনেক রোগী নিয়মিত খাবার পান না, বাসা বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম। দুদক টিম স্বাস্থ্যসেবা, খাবার সরবরাহ, পরিচ্ছন্নতা ও ওষুধ ব্যবস্থাপনায় কঠোর নজরদারির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে । গণপূর্ত অধিদপ্তরে ‘উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ’ কাজের বিল প্রদানে ঠিকাদারদের নিকট ঘুষ দাবির অভিযোগে দুদক প্রধান কার্যালয় একটি অভিযান পরিচালনা করে। টিম অভিযোগ সংশ্লিষ্ট ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবছরের সকল কার্যাদেশ ও বিল পরিশোধ সংক্রান্ত রেকর্ড সংগ্রহ করে। রেকর্ডপত্র পর্যালোচনার পর কমিশনের জন্য বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে।