নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রদল নেতা মো. লিখন (২৬) কে আটক করা হয়। তিনি আলমডাঙ্গা পৌরসভার বাসিন্দা এবং মৃত তারাচাদ শেখের ছেলে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাবুপাড়ার একটি টিনের ঘরে এই অভিযান পরিচালনা করা হয়। হারদীর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তোফাজ্জেল হকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযানে অংশ নেয়। তাদের সঙ্গে আলমডাঙ্গা থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযান শুরুর আগে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। পরে টিনের ঘরে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মো. লিখনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত জব্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।স্থানীয়রা জানান, গভীর রাতে এমন অভিযানে এলাকায় নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫