নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী এলাকায় বিকাশের টাকা সংগ্রহ শেষে ফেরার পথে এক কর্মীকে গুলি করে প্রায় ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর মধুমিতা রোডে এই সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিকাশ কর্মীর নাম আরিফ (২৭)। তিনি টঙ্গী পূর্ব থানার বর্ণমালা এলাকার বাসিন্দা এবং তার পিতা দেলোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশের টাকা কালেকশন শেষে আরিফ এক সহযোগীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মধুমিতা রোডের হাউজ বিল্ডিং এলাকার কাছে পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বুকের বাম পাশে লাগে। এরপর সঙ্গে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হয়ে আরিফ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. নাহিদ সুলতানা জানান, সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর মধুমিতা রোড ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।