নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে তিনি রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের কাছ থেকে গাজীপুর-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় গাজীপুর মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতাকর্মীরা জানান, এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর অঞ্চলের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত বর্ষীয়ান শিক্ষাবিদ অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও নৈতিক নেতৃত্বের প্রতীক অধ্যাপক মান্নানের আদর্শ ধারণ করে রনি দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। স্থানীয় বিএনপি নেতাদের প্রত্যাশা, রনির নেতৃত্বে এই আসনে জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত হবে এবং নির্বাচনে জনগণের রায় বিএনপির পক্ষেই যাবে। মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রনি বলেন, গাজীপুর-২ আসনের ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। দল ও জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি আমৃত্যু কাজ করে যাবো। তিনি আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে ভোটারদের দোয়া ও ভালোবাসা কামনার পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।