নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরে ব্যাপক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩টায় হিমারদীঘি মেঘনা মিল সংলগ্ন ব্যাংকের মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর খেলায় মুখোমুখি হয় কোনাবাড়ী জোন বনাম বাসন জোন। গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ঘিরে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো মাঠজুড়ে ছিল ঢাকঢোল, উল্লাসধ্বনি ও উৎসবের আমেজ। ফুটবল প্রেমীদের উত্তেজনায় জমে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার ও গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। ফাইনাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন নেতৃবৃন্দ। ম্যাচে ধারাভাষ্য প্রদান করেন এন আই বাবু ও উচমান গনী। শুরু থেকে শেষ পর্যন্ত সমানে সমানে লড়াই চলে দুই দলের মধ্যে। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনাবাড়ী জোনকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় বাসন জোন। জয়ের পর বাসন জোনের খেলোয়াড়, কোচ ও সমর্থকদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অপরদিকে কোনাবাড়ী জোনের খেলোয়াড় ও দর্শকরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার জন্য দলের প্রশংসা করেন। এ টুর্নামেন্টের মাধ্যমে গাজীপুরে ফুটবলের উন্মাদনা আবারও প্রমাণ করে দিল ক্রীড়াচর্চা মানুষের আবেগ, একতা আর বিনোদনের উৎস।