নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দেশের বিভিন্ন স্থানে প্রাপ্ত ৪টি পৃথক অভিযোগের বিষয়ে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে সরকারি সেবা, উন্নয়ন প্রকল্প ও অবকাঠামো নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সরেজমিনে যাচাই করা হয়।
🔴 অভিযান–১: দক্ষিণ কোরিয়া গমনে ঘুসের অভিযোগ, বোয়েসেল কার্যালয়ে অভিযান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)–এর মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া গমনের ক্ষেত্রে ঘুস গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয় ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট টিম বোয়েসেল কার্যালয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দক্ষিণ কোরিয়া গমনের সম্পূর্ণ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য ও প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি একাধিক সেবাগ্রহীতার বক্তব্য গ্রহণ করা হয়। সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
🔴 অভিযান–২: কক্সবাজারে মৎস্য প্রকল্পে অনিয়ম, অভয়াশ্রম পরিদর্শন
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার থেকে অভিযান পরিচালিত হয়। এসময় প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহের পাশাপাশি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার অন্তর্গত দুটি মৎস্য অভয়াশ্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।
🔴 অভিযান–৩: যশোর-খুলনা মহাসড়ক সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ যশোর-খুলনা মহাসড়ক সংস্কার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, যশোর সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সড়কের বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, যশোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য গ্রহণ করা হয়। পরীক্ষণ প্রতিবেদনসহ সকল নথি পর্যালোচনাপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
🔴 অভিযান–৪: কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবায় চরম অনিয়ম কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদক, জেলা কার্যালয় কিশোরগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে। পরিদর্শনে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান অত্যন্ত নিম্নমানের বলে প্রতীয়মান হয়। খাবারে মাংসের পরিমাণ কম, ব্যবহৃত তেলের মান নিম্নমানের এবং নির্ধারিত ডায়েট চার্ট অনুযায়ী মাছ সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ উঠে। এছাড়া বরাদ্দের তুলনায় রোগীরা কম খাবার পাচ্ছেন বলেও জানান। হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর বলেও দুদক টিমের নজরে আসে। এ বিষয়ে সংগৃহীত সকল তথ্যের ভিত্তিতে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। দুদক সূত্র জানায়, প্রাপ্ত অভিযোগসমূহের সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।