নিজস্ব প্রতিবেদক : খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা যুবশক্তির যুগ্ম সদস্যসচিব মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের আল আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ নামের একটি ভাড়া বাসায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। ওই বাসার একটি কক্ষ গত ১ নভেম্বর তন্বী ভাড়া নেন। রোববার রাত থেকেই মোতালেব শিকদার ওই কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ হওয়ার পর রক্তাক্ত অবস্থায় নিজেই কক্ষ থেকে বেরিয়ে আসেন মোতালেব শিকদার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষটি তল্লাশি চালায়। তল্লাশিকালে একটি গুলির খোসা, ৫টি বিদেশি মদের বোতল, ইয়াবা এবং ইয়াবা সেবনের বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। বাড়ির মালিক আশরাফুন নাহার জানান, তন্বী নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে স্বামী-স্ত্রী থাকবেন বলে ঘরটি ভাড়া নেন। তবে ভাড়া নেওয়ার পর থেকেই সেখানে বহিরাগত পুরুষদের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় গত ১ ডিসেম্বর বাসা ছাড়ার নোটিশও দেওয়া হয়েছিল। আটক তনিমা ওরফে তন্বী রাজনৈতিকভাবে প্রভাবশালী বলে স্থানীয়ভাবে পরিচিত। গত ৪ অক্টোবর অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও ডা. জাহেদুল ইসলামের সই করা জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটিতে তিনি ১ নম্বর যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পান। অপরদিকে গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, প্রাথমিক আলামতে কক্ষটি থেকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। মোতালেব শিকদার কীভাবে এবং কার গুলিতে আহত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক তন্বীকে জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটিত হবে বলে আশা করছি। বর্তমানে আহত মোতালেব শিকদার চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খুলনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫