খুলনা–জয়পুরহাট–চট্টগ্রামে দুদকের একযোগে ৩ এনফোর্সমেন্ট অভিযান: সড়ক নির্মাণে গরমিল, হাসপাতাল সেবায় অনিয়ম ও সিডিএতে ঘুসের অভিযোগ তদন্তে
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দেশের তিনটি জেলায় পৃথক তিনটি অভিযোগের ভিত্তিতে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
খুলনা: খুলনার পাইকগাছা পৌরসভায় সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয় খুলনা অভিযান পরিচালনা করে। অভিযানে প্রকল্পের এস্টিমেট, এমবি ও অন্যান্য নথিপত্র সংগ্রহ ও যাচাই করা হয়। সরেজমিন পরিদর্শনে রাস্তার নির্ধারিত দৈর্ঘ্যের তুলনায় প্রায় ৫০ মিটার কম পাওয়া যায়। নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহসহ বিষয়টি বিস্তারিত যাচাই শেষে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ অভিযান চালায়। টিম ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলে এবং চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরার তথ্য সংগ্রহ করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।
চট্টগ্রাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এ ভবনের প্ল্যান অনুমোদনে ঘুস দাবি ও হয়রানির অভিযোগে দুদক, জেলা কার্যালয় চট্টগ্রাম-১ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, নকশা অনুমোদন থাকা সত্ত্বেও অনুমতিপত্র ইস্যু করা হয়নি। অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্যে হয়রানির অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে রেকর্ডপত্র সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। যাচাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫