নিজস্ব প্রতিবেদক : খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে টঙ্গীর ফ্যামিলি লাইফ কেয়ার চার্চের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। বক্তব্যে নাজমুল হোসেন মন্ডল বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তিনি বড় দিনের তাৎপর্য তুলে ধরে বলেন, এই উৎসব শুধু খ্রিস্টান সম্প্রদায়ের নয়, বরং এটি মানবিক মূল্যবোধ, ভালোবাসা ও সহমর্মিতার বার্তা বহন করে, যা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান সমাজে বিভেদ নয়, বরং ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে এ ধরনের ইতিবাচক আয়োজনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল হায়দারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও চার্চের ধর্মীয় নেতৃবৃন্দ, যুব সমাজের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক সন্ধ্যায় গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বড় দিনের আনন্দ ও খ্রিস্টীয় সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরা হয়। উপস্থিত দর্শকরা এসব পরিবেশনা উপভোগ করেন এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান সমাজে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক বোঝাপড়া ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও সকল সম্প্রদায়ের অংশগ্রহণে এ ধরনের মিলনমেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫