নিজস্ব প্রতিবেদক : যিশু খ্রিস্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চুয়াডাঙ্গায় গীর্জা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বুধবার (২৫ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৩টায় দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা মিশনপাড়া এলাকায় অবস্থিত ক্রাইস্ট চার্চ অব বাংলাদেশ এবং যীশু হৃদয় রোমান ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন তিনি। গীর্জা পরিদর্শনকালে পুলিশ সুপার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে গীর্জায় কেক প্রদান করা হয় এবং বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সর্বাঙ্গীণ শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। পুলিশ সুপার বলেন, বড়দিন উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি আরও উল্লেখ করেন, জেলা পুলিশ, চুয়াডাঙ্গা সর্বদা জনগণের সেবায় বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা শেখ মেসবাহ উদ্দিন, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা মোঃ সফিকুর রহমান খান, ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বড়দিন উপলক্ষে পুলিশের এই সৌজন্য ও নিরাপত্তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫