নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে আয়োজিত জনসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সকল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি নিজ হাতে বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে নেতাকর্মীদের উৎসাহিত করেন। এ সময় আমিনুল হক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাদের বলেছেন আমরা যা কিছুই করি, তা যেন মানুষের কল্যাণে হয়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই বিএনপি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, জনসমাবেশকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা বিএনপির নৈতিক দায়িত্বের অংশ।উল্লেখ্য, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও প্রস্তুতির অংশ হিসেবেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।