নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীসহ আশপাশের এলাকায় গত দুই দিন ধরে অব্যাহত শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো না মেলায় কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক। ঠান্ডার তীব্রতায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। দিনমজুর, রিকশাচালক, গার্মেন্টস শ্রমিক ও ভাসমান শ্রমজীবীদের কাজের গতি কমে গেছে, অনেকেই কাজ না পেয়ে দিন কাটাচ্ছেন চরম কষ্টে। স্থানীয়রা জানান, সূর্যের দেখা না পাওয়ায় সারাদিনই ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ১৯ °C এবং সর্বনিম্ন ছিল ১৪ °C পর্যন্ত নামা চলে যায়। এদিকে আজ টঙ্গীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২১ °C এবং এখনকার (দুপুরের) তাপমাত্রা প্রায় ১৯ °C হিসাবে নথিভুক্ত হয়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগ-সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিচ্ছে। টঙ্গী এলাকার কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নিম্নআয়ের মানুষজন পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে বেশি ঝুঁকিতে রয়েছেন। এদিকে আবহাওয়ার এমন পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা শীতার্ত মানুষের জন্য জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫