র্যাব-১ ও র্যাব-১৩-এর যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ধরা পড়ল জালাল @ দুলু
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের বাসন থানায় আলোচিত যৌতুকজনিত স্ত্রী হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী মো. জালাল হোসেন @ দুলু (৩০)-কে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-১ ও র্যাব-১৩। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে কুড়িগ্রামের রাজারহাট থানার নাজিম খান ইউনিয়নের রামকৃষ্ণ মণ্ডলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে গাজীপুরের চান্দনায় ভাড়া বাসায় স্ত্রী মাস্তুরা আক্তার সুমা (২৮)-কে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর অভিযুক্ত স্বামী লাশ ঘরে তালাবদ্ধ রেখে পালিয়ে যায় এবং শ্বশুরকে ফোনে জানায়। ঘটনার পর বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। র্যাব দ্রুত ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থার জন্য বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫