নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮ ঘটিকায় দর্শনা থানাধীন ঝাঝরী বসতিপাড়া গ্রামস্থ ঈদগাহ মাঠের উত্তর পাশে বটগাছের নিচে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌমিত্র সাহা, এএসআই মোঃ রজিবুল হক, এএসআই রমেন সরকার, এএসআই মোঃ আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।অভিযানকালে মোঃ আব্বাস আলী (৫৫), পিতা- মৃত রজব আলী, মাতা- রাহাতুল খাতুন, সাং- ঝাঝরী বসতিপাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে চুয়াডাঙ্গা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।