নিজস্ব প্রতিবেদক : টঙ্গী পূর্ব থানা বিএনপি ও থানা যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪৬ নং ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সন্ধ্যায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ ও নেতৃত্ব জাতি চিরদিন স্মরণ করবে। আজ আমরা তার রুহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং দেশবাসীকে তার আদর্শ অনুসরণ করে গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী করার তৌফিক দান করেন। বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক প্রধান সুবেল, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন দিপু, ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক, যুবদল নেতা শাহীন আহমেদ, জলফিকার বিশ্বাসসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।