নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে বার্ষিক সমাপনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। জীবননগর সোনালী ব্যাংক শাখার সম্মানিত গ্রাহকদের আয়োজনে শনিবার (৩রা জানুয়ারি ) ব্যাংকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংক কর্মকর্তা তৌহিদুজ্জামান রাকিবের সঞ্চালনায় ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী ও ড্রাগ কমিটির সভাপতি কাজী বদরুদ্দোজা, রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুস শুকুর। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী খোকন মিয়া, আরিফুর রহমান, শফিকুল ইসলাম, মিঠু, সাইদুর রহমান, গালিব, সানোয়ার হোসেন, আব্দুল হালিম, আব্বাস উদ্দিন সহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা ও কাজের প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করে। ব্যাংকের অগ্রগতি ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা যোগায়। এছাড়াও সোনালী ব্যাংক জীবননগর শাখার গ্রাহক সেবার মান ও সার্বিক উন্নয়নে গ্রাহকদের নিকট হতে সহযোগিতা কামনা সহ বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান,আজকের এটি একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের অর্জন, ঐক্য এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। সোনালী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছে, এই উৎসব সেই সাফল্যেরই উদযাপন। সবাইকে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার এই আয়োজন আমাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে। সোনালী ব্যাংকের শক্তি আমাদের জনবল। সারা বছর কঠোর পরিশ্রমের পর আজকের এই উৎসব আমাদের জন্য একটুখানি স্বস্তি ও আনন্দের সময়। আমাদের সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি।সোনালী ব্যাংক শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবার। আমাদের একত্রিত করেছে, হাসি ও আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করেছে। এছাড়াও ভবিষ্যতে ব্যাংকের সেবার মানবাড়াতে আমরা আরও পরিকল্পনা হাতে নিয়েছি এবং আপনাদের সহযোগিতায় কাজ করে যাব।