নিজস্ব প্রতিবেদক : টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, কৃতি শিক্ষার্থী ও ক্রীড়াবিদ সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতি শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করা হয়। একই দিন বিকেল ৩ ঘটিকায় দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ড. শাহনওয়াজ দিলরুবা খান। এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫