নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে এসআই (নিঃ) সৌমিত্র সাহা, এসআই (নিঃ) আবু হেনা মোঃ মোস্তফা কামাল, এএসআই (নিঃ) মোঃ আবু আল ইমরানসহ সঙ্গীয় ফোর্স আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা ৪৫ মিনিটে দামুড়হুদা থানাধীন পুড়াপাড়া এলাকায় মেসার্স বিল্ড ব্রিকসের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ সজীব হাসান (২৬) কে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ২৫ (পঁচিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, আলমডাঙ্গা থানা পুলিশ মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৫) বিকাল ৫টা ১৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন জেহালা অঘরনাথপাড়া গ্রাম থেকে খন্দকার মোঃ রুহুল কুদ্দুস জুবায়ের (২৭) কে গ্রেফতার করেন। পরে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। জেলা পুলিশ সূত্রে জানানো হয়, মাদক নির্মূলে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।