নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) দেশের বিভিন্ন স্থানে একযোগে তিনটি অভিযোগের বিষয়ে পৃথক পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ঘুস গ্রহণ, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থ আত্মসাৎ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় হয়রানি ও অনিয়মের প্রাথমিক সত্যতা খতিয়ে দেখা হয়।
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ঘুস গ্রহণের অভিযোগ
প্রথম অভিযানে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে ঘুস গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের পরিচালকের সঙ্গে আলোচনায় টিম জানতে পারে, উত্থাপিত অভিযোগ তদন্তে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় অভিযোগ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন-পরবর্তী রিপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত নথিপত্র বিশ্লেষণপূর্বক বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট টিম।
পঞ্চগড়ে সোলার স্ট্রিট লাইট প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ
দ্বিতীয় অভিযানে পঞ্চগড় পৌরসভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্পের আওতায় সৌরবাতি স্থাপনে বাজার মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দামে ক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পৌর প্রশাসক, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্প সংক্রান্ত নথিপত্রের প্রাথমিক পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, প্রায় ৯৯ লাখ ৮৬ হাজার ৩২৪ টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোট ৭৫টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিটি লাইটের ব্যয় দেখানো হয়েছে ১ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা। এনফোর্সমেন্ট টিম পৌরসভার চারটি ভিন্ন স্থানে স্থাপিত সোলার স্ট্রিট লাইট, প্যানেল ও ব্যাটারির বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন করে এবং কয়েকটি সোলার স্ট্রিট লাইট অকেজো অবস্থায় পায়। এ সময় প্রকল্পের টেন্ডার ডকুমেন্টসহ সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে বিশ্লেষণ শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম
তৃতীয় অভিযানে রাঙ্গামাটি জেলার ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আগত রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোররুম, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করা হয়। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রেসক্রিপশনে উল্লেখিত সব ওষুধ তারা পাচ্ছেন না। এছাড়াও হাসপাতালের আশপাশে কয়েকটি দালাল চক্রের উপস্থিতির তথ্য পাওয়া যায়, যারা রোগীদের পার্শ্ববর্তী বেসরকারি ক্লিনিকে পাঠানোর সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পরিদর্শনকালে দেখা যায়, রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সন্তোষজনক নয় বিশেষ করে মাংসের পরিমাণ কম এবং একই সঙ্গে দুপুর ও রাতের খাবার একসাথে রান্না করা হয়, যা স্বাস্থ্যসম্মত নয়। বিভিন্ন ওয়ার্ডে ব্যবহৃত বেডশিটও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এ সময় হাসপাতালের ওষুধের স্টক ও বিতরণ সংক্রান্ত রেজিস্টার এবং রোগী পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সের লগবই সংগ্রহ করা হয়।
দুদক জানিয়েছে, তিনটি অভিযানে সংগৃহীত সব নথিপত্র ও তথ্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে এবং প্রমাণ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫