নিজস্ব প্রতিবেদক : পেনশন ও বেতন সমন্বয়ের নথি আটকে রেখে ঘুষ দাবি করার অভিযোগে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমকে এক লাখ ২০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) দুদকের টিম অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ঘুষের টাকা উদ্ধার করে। দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। দুদকের এই কর্মকর্তা জানান, অভিযোগকারী মো. নূরুন্নবী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমের বিরুদ্ধে পেনশন ও বেতন সমতাকরণ সংক্রান্ত নথি দীর্ঘদিন আটকে রেখে ঘুষ দাবি করার অভিযোগ করেন। লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করে সত্যতা পাওয়ায় দুদকের অনুমোদনে একটি ফাঁদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে অভিযোগকারীর কাছ থেকে ঘুষের জন্য নির্ধারিত ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ইনভেন্টরি প্রস্তুত করা হয়। এরপর ওই টাকা অভিযোগকারীর জিম্মায় দেওয়া হয়। একই দিন বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে অভিযোগকারী যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়ে তার ঘুষ দাবির প্রেক্ষিতে উক্ত অর্থ প্রদান করেন। অভিযোগ অনুযায়ী, আসামি টাকা গ্রহণ করে তার অফিস টেবিলের ডান পাশে থাকা ড্রয়ারে সংরক্ষণ করেন।সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুদকের ফাঁদ টিম আসামির কার্যালয়ে অভিযান চালায়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অফিস টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ায় তা জব্দ করা হয়। দুদক জানায়, ঘুষ গ্রহণের মাধ্যমে আসামি দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।