নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে মোটরসাইকেল বিক্রির নামে ফাঁদ পেতে এনসিপির এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে সৌভাগ্যক্রমে তিনি গুলিবিদ্ধ হননি। ভুক্তভোগী হাবিব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর বাসন থানাধীন মোগরখাল জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লা আল মুহিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, হাবিব চৌধুরী অনলাইনে তার মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে এক যুবক মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তাকে মোগরখাল এলাকার একটি ফাঁকা স্থানে ডেকে নেয়। সেখানে মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে দুই ছিনতাইকারী বাইকটি চালু করে নেয়। এরপর হাবিব চৌধুরীকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী হাবিব চৌধুরী বলেন, আমার বাইকের বাজারমূল্যের চেয়ে তারা কিছুটা বেশি দাম বলেছিল। একজন বাইকের কাগজ দেখতে নেয়, আরেকজন চালিয়ে দেখার কথা বলে সামনের দিকে যায়। হঠাৎ করে তারা আমাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে এবং বাইক নিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ ও চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কারা এই ঘটনায় জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের ধরতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ প্রয়োজনীয় অভিযান জোরদার করা হয়েছে।