নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ বৃহস্পতিবার (০৮-০১-২০২৬ খ্রি.) দেশের বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযোগের প্রেক্ষিতে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম, ইউনিয়ন পরিষদে ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাৎ এবং ভুয়া ভিসার মাধ্যমে মানব পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম ছদ্মবেশে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসক ও নার্সদের সেবা প্রদান, ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোর রুম, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর পরিদর্শন করা হয়। রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে জানা যায়, চিকিৎসকের প্রেসক্রিপশনে উল্লেখিত সব ওষুধ নিয়মিতভাবে তারা পাচ্ছেন না। ওষুধের মজুদ ও বিতরণ সংক্রান্ত রেজিস্টার পর্যালোচনায় একাধিক অনিয়ম ধরা পড়ে। এছাড়া হাসপাতালের এক্স-রে মেশিনটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।।বরগুনায় ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা বরগুনা জেলার সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদে ভুয়া প্রকল্পের মাধ্যমে আনুমানিক ৩৪ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানে ২০২৩-২০২৪ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা ও টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া পাঁচটি মাটির রাস্তা সরেজমিনে পরিদর্শন করা হয়। দেখা যায়, কোনো রাস্তারই সংস্কার বা পুনঃনির্মাণ কাজ বাস্তবায়ন হয়নি, অথচ সব প্রকল্পের বিপরীতে বিল উত্তোলন করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের আওতায় বরাদ্দকৃত ৩৬টি সিসি ক্যামেরার মধ্যে মাত্র ৫/৬টির অস্তিত্ব পাওয়া যায়। এসব বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ভুয়া ভিসায় মানব পাচারের অভিযোগে প্রধান কার্যালয়ের অভিযান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং সংশ্লিষ্ট দপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে ট্রাভেল ও রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভুয়া ভিসায় মানব পাচারসহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যুরো, রিক্রুটিং এজেন্সি এবং থানাগুলো থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা শেষে এ বিষয়েও কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। দুদক সূত্র জানায়, অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫