নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গী ৪৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বাদ মাগরিব গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ডের পাগাড় এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা জুয়েল রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। যুবদল নেতা আব্দুস সাত্তারের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন এস আর সুভ, রিপন হোসেন লিটন, হায়দার আলী, মনির হোসেন, রফিক, আনিস, মোকাদ্দেস, দেলোয়ার, সালাহউদ্দিন, তুষার, সৈকতসহ যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা দোয়া মাহফিলকে আরও অর্থবহ ও হৃদয়স্পর্শী করে তোলে।