নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা ও সদর ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে চেকপোস্ট ডিউটি চলাকালে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে নিয়মিত চেকপোস্ট ডিউটি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে আলমডাঙ্গা থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলাম, সার্জেন্ট মোঃ হাসানুল বান্না (সদর ট্রাফিক, চুয়াডাঙ্গা) এবং সংগীয় ফোর্স আলমডাঙ্গা থানাধীন পশুহাট সংলগ্ন চুয়াডাঙ্গা–কুষ্টিয়া গামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করেন। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে সন্দেহজনকভাবে বহন করা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ ফরজ আলী (৩৮), পিতা- মোঃ আরেজুল হক, মাতা- মোছাঃ ছাপাতন খাতুন, সাং- বিরামপুর (স্কুলপাড়া) ও মোঃ রাজন আলী (২২), পিতা- মোঃ আনেছ আলী, মাতা- মোছাঃ রোজিনা খাতুন, সাং- কুর্শা, উভয়ের থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়া। আসামিদের হেফাজত থেকে উদ্ধারকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে একটি লোহার তৈরি ধারালো চাপাতি, একটি প্লাস্টিকের বাটযুক্ত ধারালো এন্টি কাটার, একটি লোহার তৈরি মোটরসাইকেলের চেইন গিয়ার (পিছনে সুতার রশি যুক্ত), একটি স্টিলের তৈরি L হ্যান্ডেল সকেট রেঞ্জ এবং একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের ১২৫ সিসি TVS (Stryker) মোটরসাইকেল। উদ্ধারকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫