নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের সদরপাড়া (মসজিদপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সীমান্ত ইউপির সদরপাড়া (মসজিদপাড়া) এলাকার সাকিনস্থ আসামি মোঃ মতিয়ার রহমান (৫৮), পিতা মৃত মোস্ত বারী, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা’র বসতবাড়ির রান্নাঘরের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৩২ (বত্রিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) আমিনুর রহমান, এএসআই (নিঃ) মোঃ আবু আল ইমরান, এএসআই (নিঃ) মোত্তালেব হোসেনসহ সঙ্গীয় ফোর্স।।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫