নিজস্ব প্রতিবেদক : জামানতের টাকা ফেরত না দিতে পারায় ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের টঙ্গী কলেজ গেট শাখায় বিক্ষোভ করেছেন গ্রাহকরা। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বেশ কয়েকজন গ্রাহক শাখাটিতে এসে তাঁদের আমানতের টাকা ফেরতের দাবি জানান। গ্রাহকরা ব্যাংক ম্যানেজারের কাছে জমাকৃত জামানতের টাকা ফেরত চাইলে তিনি তাৎক্ষণিকভাবে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। এ সময় ব্যাংকের ভেতরে ও বাইরে গ্রাহক ও কর্তৃপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গ্রাহকরা টাকা পরিশোধের জন্য আলটিমেটাম দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হয় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। টঙ্গী পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির ব্যাংক ম্যানেজারের সঙ্গে আলোচনা করে গ্রাহকদের আগামী এক মাসের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেন। পুলিশের আশ্বাসে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। তবে বিক্ষোভকারী গ্রাহকরা জানান, নির্ধারিত এক মাসের মধ্যে তাঁদের পাওনা টাকা ফেরত না পেলে তারা পুনরায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। এ বিষয়ে ব্যাংকটির টঙ্গী কলেজ গেট শাখার ম্যানেজার আলী ইসলাম বলেন, আমরা সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের সঙ্গে নিয়মিত লেনদেন চালু রেখেছি। তবে ডিপিএস, এফডিআরসহ অন্যান্য জামানতের টাকা বর্তমানে পরিশোধ করতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পাওনা টাকা আমরা পর্যায়ক্রমে পরিশোধ করব। এ ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫