নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে টঙ্গীর কাদেরিয়া মাঠে জমকালো আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা রাতুল আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য খোরশেদ আলম, সোহেল চৌধুরীরাকিবুল হাসান রাকিব, ফয়সাল আহমেদ রুবেল, শেখ ফরিদ, আরাফাত রহমান আদনান , টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল নেতা রুবাইয়াত খৈয়ম রুমন এবং পশ্চিম থানা যুবদল নেতা মমিন চিশতীসহ আরও অনেকে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খোরশেদ একাদশ ও ফারুক একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩–১ গোলে ফারুক একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে খোরশেদ একাদশ। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সাকিল বাহাদুর।