নিজস্ব প্রতিবেদক : পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় পুলিশ লাইন্স ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে আনন্দঘন পরিবেশে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এবারের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করে। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই ছিল টানটান উত্তেজনাপূর্ণ। “গ্রুপ–A”-তে অনুষ্ঠিত খেলায় সদর ট্রাফিক-১ বনাম চুয়াডাঙ্গা থানা, পুলিশ লাইন্স-১ বনাম আলমডাঙ্গা থানা এবং সদর কোর্ট বনাম দামুড়হুদা থানার মধ্যকার ম্যাচে সদর ট্রাফিক-১, পুলিশ লাইন্স-১ ও দামুড়হুদা থানা জয়লাভ করে। অপরদিকে “গ্রুপ–B”-তে সার্কেল অফিস বনাম পুলিশ লাইন্স-২, সদর ট্রাফিক-২ বনাম ডিবি/ডিএসবি এবং জীবননগর থানা বনাম পুলিশ অফিসের মধ্যকার খেলায় পুলিশ লাইন্স-২, ডিবি/ডিএসবি ও জীবননগর থানা বিজয়ী হয়।উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক। এসময় আরও উপস্থিত ছিলেন জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) চুয়াডাঙ্গা, মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চুয়াডাঙ্গা, মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫