নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। এক বিবৃতিতে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আপসহীন দেশপ্রেমিক, সাহসী মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্ব, সততা ও জাতীয়তাবাদী চিন্তাধারা আজও বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার প্রধান উৎস। আরিফ হোসেন হাওলাদার আরও বলেন, শহিদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, স্বাধীন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান প্রজন্মকে তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫