• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীর ৫৫ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে আলমগীর হোসেন দিপু’র শ্রদ্ধাঞ্জলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে আরিফ হোসেন হাওলাদারের শ্রদ্ধাঞ্জলি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে টানটান লড়াই টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ

গাজীপুর মহানগর ওলামা লীগের কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ 

grambarta / ১৮৮ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধিঃ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে আহবায়ক কমিটি গঠন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে সারাদেশে জেলা ও মহানগরে ৩১টি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে  গত ০৪ মে ২০২৪ইং তারিখে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ গাজীপুর মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন মহানগরের শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে সর্বপ্রথম গাজীপুর মহানগর শাখার সম্মেলনটি ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবী ছিল এযাবৎ যারা আওয়ামী ওলামা লীগকে সুসংঘটিত করার করার জন্য দিন রাত নিরলস পরিশ্রম করেছে তাদেরকে দিয়ে কমিটি গঠন করার জন্য মতামত প্রদান করেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক, ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি গাজীপুর -২ আসনের সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমতউল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, গাজীপুর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন মন্ডল সহ গাজীপুর মহানগর ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গাজীপুরের নেতৃবৃন্দের মতামতকে বৃদ্ধাআঙ্গুলী প্রদর্শন করে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল হক কমিটি বানিজ্যের আশায় সম্মেলনে কমিটি ঘোষনা না দিয়ে ঢাকায় চলে যান। বিশ্বস্ত সূত্রে জানা যায় কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক দীর্ঘদিনের ওলামা লীগের পরিক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে হেফাজত ও জামায়তে ইসলামের সমর্থনপুষ্ট মাওলানা মনির হোসাইন আব্বাসী ও মাওলানা মাহামুদুল্লাকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে গাজীপুর মহানগর কমিটি ঘোষনা দেওয়ার পায়তারা চালাচ্ছে। আরো জানা যায় কমিটি ঘোষনা দেওয়ার লক্ষ্যে মাওলানা মনির হোসাইন আব্বাসী ও মাওলানা মাহামুদুল্লার কাছ থেকে ৪ লক্ষ টাকা গ্রহন করেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল হক। এবং কমিটি অনুমোদন হলে বাকি ১১ লক্ষ টাকা প্রদান করবে মর্মে জানা যায়। উল্লেখ্য সম্মেলন চলাকালে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি ডঃ কে এম মাওলানা আব্দুল মমিন সিরাজী, মাওলানা মামুনুল হকের ব্যাপারে বক্তব্য প্রদান কালে মাওলানা মনির হোসাইন আব্বাসী ও মাওলানা মাহমুদুল্লার নেতুত্বে কিছু লোক প্রতিবাদ করে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। সম্মেলনে কমিটি ঘোষনা না দেওয়ায় গাজীপুর সহ সারাদেশে সকল জেলা ও মহানগরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা দীর্ঘদিন যাবৎ আওয়ামী ওলামালীগকে সুসংঘটিত করার জন্য কাজ করছে তাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে কমিটি গঠন করলে ভবিষ্যতে আর কোন জেলা ও মহানগর সম্মেলনের আয়োজন করতে সাহস করবে না এবং বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী ওলামা লীগ নিংশেষ হয়ে যাবে বলে সংশ্লিষ্টমহল মনে করেন। তারা আরো বলেন আওয়ামী ওলামা লীগ একটি ধর্মীয় সংগঠন এখানে টাকার  বিনিময়ে কমিটি করা, যোগ্য নেতাদের বাদ দেওয়া সমচিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর