• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে আরিফ হোসেন হাওলাদারের শ্রদ্ধাঞ্জলি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে টানটান লড়াই টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ র‌্যাব-১ এর সফল অভিযান : উত্তরা থেকে ছিনতাইকৃত লাইসেন্সকৃত শটগান ও গুলি শেরেবাংলা নগর থেকে উদ্ধার মাদকবিরোধী অভিযানে জীবননগরে ডিবির হাতে ৩২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

গুলিবিদ্ধ সাধারণ ছাত্রকে দেখতে হাসপাতালে এম মঞ্জুরুল করিম রনি 

grambarta / ১৮৬ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে গুলিবিদ্ধ সাধারণ ছাত্রকে দেখতে হাসপাতালে গিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) রাজধানীর শের-এ-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাপাতাল) মোবাশ্বের হোসেন দেখতে যান এসময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের কথা বলেন। তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ খবর নেন এবং তার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা করেন। চিকিৎসায় যেন কোন ধরনের অবহেলা না হয় যে বিষয়গুলো সংশ্লিষ্টদের খেয়াল রাখায় নির্দেশ দেন। এসময় মোবাশ্বের বলেন, আমি যেহেতু রাজনৈতিক কোন দলে নেই তারপরেও তিনি আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন। আবার হাসপাতালে দেখতে এসেছেন এবং সামনের পথ চলার জন্য অনেক সাহস দিয়ে গেলেন এছাড়াও নগদ অর্থ সহায়তা করে গেলেন, বললেন যে কোন প্রয়োজনে তাকে পাশে পাবো, তবে এটা আমার কল্পনার বাইরে ছিলো। তিনি আমাকে দেখতে এসেছেন আমি অনেক খুশি। আমি সবার কাছে দোয়া চাই এর বাইরে আমার আর চাওয়ার নেই, আমি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারি। গত ৮ ফেব্রুয়ারী রাতে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে বৈসম্যববিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মীক মোবাশ্বির হোসেন সন্ত্রাসীদের গুলিতে আহত হলে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে তাকে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারী) রাতে গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার ছাত্র-জনতা। পরের দিন শনিবার (৮ ফেব্রুয়ারী) মার্চ- টু- গাজীপুর সেখানে কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে অংশ গ্রহণ শেষে কেন্দ্রীয় সমন্বয়কদের বিদায় দিয়ে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে প্রেস ব্রিফিং শেষে কুশল বিনিময় করার সময় হঠাৎ করে মোটর সাইকেল থেকে গুলি করা হলে তার হাতে গুলি লাগে পরে তাকে হাসপাতালে নেয়া হয়। এ সময় গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,যুগ্ম আহবায়ক প্রবালসহ অনান্য নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর