• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে টানটান লড়াই টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ র‌্যাব-১ এর সফল অভিযান : উত্তরা থেকে ছিনতাইকৃত লাইসেন্সকৃত শটগান ও গুলি শেরেবাংলা নগর থেকে উদ্ধার মাদকবিরোধী অভিযানে জীবননগরে ডিবির হাতে ৩২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার ১১ দলীয় জোটে ২৫৩ আসনের সমঝোতা, ইসলামী আন্দোলনের সিদ্ধান্তে অপেক্ষায় জামায়াত জীবননগরে সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা বিএনপি নেতার দাফন সম্পন্ন

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন র‍্যাবের হাতে আটক

grambarta / ১৯৪ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরায় দায়েরকৃত মামলায় টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়াকে (৬০) আটক করেছে র‍্যাব-১ এর সদস্যরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে টঙ্গীস্থ কলেজগেট শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলাউদ্দিন মিয়া টঙ্গীর দক্ষিণ আউচ পাড়া এলাকার মৃত কছিম উদ্দিন মাদবরের ছেলে। তিনি টঙ্গীর পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু আওয়ামী শিক্ষক পরিষদের গাজীপুর মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। র‍্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আউচ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামিকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, জুলাই আগষ্টের হামলার ঘটনায় গত বছরের ১৩ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা চেষ্টা মামলা ও ৬ এপ্রিল উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দুই মামলায় যথাক্রমে ০৮ ও ২১ নাম্বার এজাহার ভুক্ত আসামি এ শিক্ষক। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়াকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর