• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে টানটান লড়াই টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ র‌্যাব-১ এর সফল অভিযান : উত্তরা থেকে ছিনতাইকৃত লাইসেন্সকৃত শটগান ও গুলি শেরেবাংলা নগর থেকে উদ্ধার মাদকবিরোধী অভিযানে জীবননগরে ডিবির হাতে ৩২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার ১১ দলীয় জোটে ২৫৩ আসনের সমঝোতা, ইসলামী আন্দোলনের সিদ্ধান্তে অপেক্ষায় জামায়াত জীবননগরে সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা বিএনপি নেতার দাফন সম্পন্ন

সমুদ্রের ঢেউ আর বন্ধুত্বের হাসি : কক্সবাজার ভ্রমণ-২০২৫ এ ফ্রেন্ডস’৯৪ টঙ্গী

grambarta / ২২৭ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : সময় অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো ফিকে হয় না। ৩১ বছর পর স্কুল জীবনের সেই প্রাণের বন্ধুরা আবার একত্রিত হলো কক্সবাজারের বালুকাময় সৈকতে। ১৪ থেকে ১৭ আগস্ট ২০২৫ এই চার দিন যেন আমাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। হাসি, খুনসুটি, গল্প আর সমুদ্রের গর্জন একাকার হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমরা আবার ফিরে গিয়েছি ১৯৯৪ সালের সেই কিশোর বেলায়—শুধু পার্থক্য এই যে চুলে এখন ধূসর রেখা, কিন্তু হৃদয় এখনও একই রকম কিশোর! দিনের বেলা সমুদ্রের ঢেউয়ে দৌড়ে বেড়ানো, সূর্যাস্তের লাল আভায় দলবদ্ধ ছবি তোলা, রাতভর হাসি-ঠাট্টা আর স্মৃতির ঝাঁপি উজাড় করা সবকিছু মিলিয়ে মুহূর্তগুলো পরিণত হয়েছিল হৃদয়ের রঙিন ক্যানভাসে। বৃষ্টিভেজা সকালের হাঁটা, নোনাজলে পা ডুবানো কিংবা তারাভরা আকাশের নিচে অন্তহীন গল্প এসবই যেন আমাদের জীবনের নতুন কবিতা। এই পুনর্মিলনকে সফল করার জন্য প্রত্যেক বন্ধুর অবদান অনন্য। বিশেষ কৃতজ্ঞতা নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাহাউদ্দিন চৌধুরী মিরাজ এবং যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম শিপন, নিশাত মাহমুদ জালাল, আক্তার নূর, শরিফুল ইসলাম স্বপন, রবিউল হাসান পিরু-এর প্রতি। একইসাথে উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা মামুন সরকার, নকিব উদ্দিন সরকার অপু, মোরশেদ আলম মিঠু, রায়হান বেপারী, হাজী জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন আলম, ইকবাল মাষ্টার, পারভেজ বাবু, মঈন উদ্দিন, হাজী জামাল হোসেন, সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, শামীম, রুবেল, নাছির এবং অন্যান্য সকল সদস্যদের আন্তরিক শ্রম, সময় ও মেধার কারণেই এই “বন্ধুত্ব উৎসব” সম্ভব হয়েছে। বন্ধুরা নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলছে এই পুনর্মিলন শুধু একটি ভ্রমণ নয়, এটি আমাদের জীবনের অমূল্য সম্পদ, বন্ধুত্বের অমলিন শক্তি। এটি আমাদের সোনালী অধ্যায়ের সাক্ষী হয়ে চিরকাল হৃদয়ে গেঁথে থাকবে। কক্সবাজার ভ্রমণ আমাদের নতুন উপলব্ধি দিয়েছে। বন্ধুত্ব কেবল বিনোদনের নয় এটি শক্তি, সাহস আর আনন্দের অপরিসীম ভরসাস্থল। সময় হয়তো থেমে থাকে না, বয়সও বাড়ে, কিন্তু সত্যিকারের বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত অনন্তকাল বেঁচে থাকে। বন্ধুত্ব মানেই শক্তি, বন্ধুত্ব মানেই হাসি। জীবনের পথে যত ঝড়ই আসুক, পাশে যদি বন্ধু থাকে, প্রতিটি যাত্রাই আনন্দময় হয়ে ওঠে। কক্সবাজারের এই সফর আমাদের মনে করিয়ে দিয়েছে স্মৃতি ক্ষণস্থায়ী নয়, বরং এগুলোই জীবনকে রঙিন করে তোলে। আজকের এই সফর আমাদের হৃদয়ে জমা থাকুক সারাজীবন। ফ্রেন্ডস’৯৪ টঙ্গী-এর পুনর্মিলন কেবল একটি ভ্রমণ নয়, এটি প্রমাণ করেছে সত্যিকারের বন্ধুত্ব সময়ের দেয়াল ভেদ করে অটুট থেকে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর