নিজস্ব প্রতিবেদক : পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি স্বাস্থ্য, পরিবেশ এবং নাগরিক দায়িত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা করতেই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাউদ্দিন সরকার এর দিক নির্দেশনায় টঙ্গী থানা ছাত্রদল নেতা তামজিদ ইবনে আমির এর উদ্যোগে পরিস্কার-পরিছন্ন ও বৃক্ষ রোপন করা হয়েছে । শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বড় দেওড়া এলাকায় এই পরিস্কার-পরিছন্ন ও বৃক্ষ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, পশ্চিম থানা যুবদল নেতা তানভীর আহমেদ,টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য নাহিদ হোসেন হৃদয়, সাবেক আহ্বায়ক সদস্য তামজিদ ইবনে আমির, সাবেক আহবায়ক সদস্য ইমন পাটুয়ায়ী , ৫৩ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভির আহাম্মেদ আফির, ৫৩ নং ওয়ার্ড ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন, ৫৩ নং ওয়ার্ড শ্রমীকদলের সহ-সভাপতি জাকির হোসেন, ৫৩ নং ওয়ার্ডের জিয়া পরিষদের সভাপতি মেহেদি হাসান রাসেল প্রমুখ।