নিজস্ব প্রতিবেদক : গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক বসির উদ্দিন অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দীর্ঘদিন ধরে গাজীপুরের রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসা এই বর্ষীয়ান নেতা রাজনৈতিক মহলে একজন কারা-নির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার নেতৃত্বে গাজীপুরে আন্দোলন-সংগ্রামের ইতিহাসে তৈরি হয়েছে বহু গুরুত্বপূর্ণ অধ্যায়। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, যেন প্রভাষক বসির উদ্দিন দ্রুত সুস্থ হয়ে আবারও রাজপথে গণমানুষের পাশে দাঁড়াতে পারেন।