নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার ৩৫ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পুবাইল ও গাছা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোঃ আরিফ হোসেন হাওলাদারের প্রতি সমর্থন জানিয়ে এ সভার আয়োজন করা হয়। শুক্রবার বাদ আসর, ৩৫ নং ওয়ার্ডের আল হেরা পেট্রোল পাম্পের পশ্চিম পাশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এডভোকেট আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন শফিউদ্দিন শফিক। সভায় উপস্থিত ছিলেন এডভোকেট শহিদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক; ছাত্রদলের সাবেক টঙ্গী নেতা মোহাম্মদ আরিফুল হক সুবেল, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল টঙ্গী পূর্ব থানা, গাছা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুষার, শাকিল হোসেন জয়, স্বেচ্ছাসেবক দল গাছা থানা নেতা নাজিম হাওলাদার, যুবদল নেতা নয়ন (গাছা থানা), যুবদল নেতা মোঃ শাহিন, সুরুজ মিয়া, মোঃ মেহেদী, মোঃ হালিমসহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে আরিফ হাওলাদার বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি রাজনীতি করেছি আদর্শ নিয়ে, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। বিএনপি যদি ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করে, তাহলে জনগণ দলের পাশে থাকবে। অন্যান্য বক্তারা বলেন, নবগঠিত এ আসনে দরকার একজন ক্লিন ইমেজ ও নির্যাতিত নেতা। মোঃ আরিফ হাওলাদার গাজীপুরে সবচেয়ে বেশি মামলা ও জেল খেটেছেন, কিন্তু কখনও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। তিনি দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক।স্থানীয় নেতৃবৃন্দ তাঁর মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সভা শেষে আরিফ হাওলাদার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। উল্লেখ্য, সদ্য গঠিত গাজীপুর-৬ আসনটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এখানে কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে চলছে ব্যাপক আলোচনা।