নাটোর প্রতিনিধি : নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় মোট ১৩৮টি পূজা মণ্ডপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদানগুলো প্রদান করেন জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা শিল্পপতি মো. আবুল কাশেম। রোববার বিকেলে শহরতলীর দত্তপাড়ায় শিল্পপতি আবুল কাশেমের উদ্যোগে এবং তার নিজ বাসভবনে এই অনুদান প্রদান করা হয়। তার পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকদের হাতে প্রতিটি মণ্ডপে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য শিল্পপতি আবুল কাশেম বর্তমানে লন্ডনে অবস্থান করায় তার পক্ষ থেকে এই উপহার হস্তান্তর করা হচ্ছে। তারা আরও বলেন, আসন্ন দুর্গাপূজায় যেন কোনো মহল নাশকতা বা ভয়ভীতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বক্তারা উল্লেখ করেন, যখনই হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসে, তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। বিএনপি পরিবার সব সময় তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আবুল কাশেম দেশের বাইরে অবস্থান করলেও তার পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ এই অনুদান মণ্ডপ কমিটির নেতাদের হাতে পৌঁছে দেন।