নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর মহানগর ছাত্রদল ৫৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। নবগঠিত কমিটিতে মেহেদী হাসান আরিফকে আহ্বায়ক, ফজলে রাব্বিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আলাউদ্দিন সুমনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির আহ্বায়ক মেহেদী হাসান আরিফ বলেন,।ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পতাকাবাহী সংগঠন। আমরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিকে আরও সুসংগঠিত করার জন্য কাজ করব। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আমরা একটি সুশিক্ষিত ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করব।।তিনি আরও জানান, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করবে। গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে টঙ্গী সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিকে আরও শক্তিশালী করবে।