নিজস্ব প্রতিবেদক : টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্বাস উদ্দিন এবং সদস্য সচিব করা হয়েছে আলম হোসেনকে। গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক, ১ নং যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে সম্প্রতি এ কমিটি গঠিত হয়। কমিটি ঘোষণার পর নবনিযুক্ত আহবায়ক ও সদস্য সচিব টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানান।শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর ভিপি আসাদসহ অন্যান্য নেতাকর্মীরা নবগঠিত কৃষক দলকে অভিনন্দন জানান। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নতুন কমিটি কৃষকদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।