নিজস্ব প্রতিবেদক: এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক টঙ্গী শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।।বৈষম্য বিরোধী চাকরিপ্রার্থী টঙ্গী, গাজীপুর-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে ব্যাংক লুটেরা ও কথিত মাফিয়া এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে বিপুল সংখ্যক অদক্ষ ও অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং ব্যাংকের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের সাধারণ মানুষের আমানতে গড়ে ওঠা একটি আর্থিক প্রতিষ্ঠান, অথচ অদক্ষ ও অনৈতিক নিয়োগের কারণে ব্যাংকের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি বাড়ছে। তারা এসব অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্ত করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আরও বলেন, ইসলামী ব্যাংককে দুর্নীতি ও প্রভাবমুক্ত করতে হলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা এবং ব্যাংকের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা জরুরি। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।